Advertisement

Babri Masjid ভেঙে ফেলার জবাব দেবে বাংলা, দাবি Humayun Kabir এর

বাবরি মসজিদের শিলান্যাসের আজ। তাঁর আগেই মুখ খুললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, 'বাবরি মসজিদ ভেঙে ফেলার জবাব দেবে বাংলা। বাংলার মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে ও বেলডাঙার মাটিতে বাবরি মসজিদ হবে।' পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, যে মাথার দাম এক কোটি রেখেছে, তাকে আসতে বলুন মুর্শিদাবাদের বেলডাঙায়।

Advertisement
POST A COMMENT