Advertisement

Malda News: স্লিম-সুন্দরী স্ত্রীর পরপুরুষের সঙ্গে হোটেলে 'উদ্দাম লীলা' গরমাগরম ধরল স্বামী!

Social Media য় কোর্ড ওয়ার্ড হানিমুন। ধবধবে ফর্সা এবং স্লিম চেহারা। চেরি কালারের চুলের স্টাইল। অষ্টাদশী গৃহবধূর এমন সাজসজ্জায় সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের পর নজর কেড়েছিল অনেক পরপুরুষের। বিভিন্ন ভাবে পরপুরুষদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে নানান হোটেলে গিয়ে ফুর্তি করতো অষ্টাদশী ওই গৃহবধূ। বিয়ের এক বছরের মধ্যেই স্ত্রীর এমন চালচলন দেখেই সন্দেহ দানা বাঁধে ব্যবসায়ী স্বামীর। কিন্তু কোনরকম ভাবেই স্ত্রীর চালাকি এবং হোটেলে গিয়ে ফুর্তি করার বিষয়টি ধরতেই পারছিলেন না ব্যবসায়ী স্বামী। অবশেষে স্ত্রীর মোবাইলের সোশ্যাল মিডিয়ার গ্রুপ ট্র্যাক করে পুলিশির সহযোগিতা নিয়ে Kaliachak র একটি নামজাদা হোটেল থেকে পরপুরুষের সঙ্গে অসংলগ্ন অবস্থায় স্ত্রীকে ধরে ফেললেন স্বামী।

TAGS:
Advertisement