Advertisement

Bangaon: বাংলাদেশে ছেলেকে খুঁজতে গিয়ে বন্দি Bangaon র মহিলা! 'হাতজোড় করে' দুয়ারে দুয়ারে অসহায় স্বামী

Bangladesh এ বন্দী স্ত্রীকে India তে ফেরাতেই প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন স্বামী। ভারতীয় বৈধ পরিচয় পত্র নিয়ে বাংলাদেশে গেলেও চরম সমস্যার মধ্যে পড়েন। আর তারপরই হতে হয় জেলবন্দী। স্ত্রীকে এখন কীভাবে দেশে ফেরৎ নিয়ে আসবেন সেজন্যই লড়াই চালাচ্ছেন অসহায় স্বামী। সরকারি হস্তক্ষেপের দাবী জানিয়েছেন ওই যুবক।

Husband struggles to bring wife back from Bangladesh to India

Advertisement