স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে পথে পথে ঘুরছেন স্বামী। পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুঁড়ি গ্রামের বাসিন্দা রাহুল বাদ্যকর। দিনমজুরি করে কোনোমতে সংসার চালালেও আজ তিনি চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। কারণ, তাঁর স্ত্রী অনিতা বাদ্যকর দীর্ঘ কয়েক বছর ধরে দৃষ্টিশক্তিহীন।
Husband struggling to afford wife's medical treatment in West Burdwan