'যে রাঁধে, সে চুলও বাঁধে', এই উক্তিটিকে বাস্তব জীবনে পুনরায় আর একবার প্রমাণিত করে দিলেন নদিয়ার (Nadia) ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাসিন্দা গৃহবধূ পাপিয়া কর। দুর্গাপূজার (Durga Puja) সময় স্টেশন ও ফুটপাতবাসী ছোট ছোট অসহায় হতদরিদ্র শিশুদের নতুন জামাকাপড় দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে ঔষধের ফেলে দেওয়া অবাঞ্ছিত স্ট্রিপ বা খাম (Medicine Strips) দিয়ে গৃহবধূ পাপিয়া দেবী তৈরি করে ফেললেন ঝাঁ-চকচকে দৃষ্টিনন্দনকারী দুর্গা প্রতিমার মূর্তি। তাঁর এই শিল্পত্বে মুগ্ধ হয়ে যদি কোন সহৃদয় ব্যক্তি অথবা কোন ঔষধ ব্যবসায়ী ন্যায্য মূল্যের নিরিখে দুর্গা প্রতিমাটি ক্রয় করেন, তাহলে সেই অর্থ ব্যয় করে তিনি নতুন জামা কাপড় বিতরণ করার মধ্য দিয়ে দুর্গাপূজার মরসুমে খুশি করতে চান ওইসব অসহায় কচিকাঁচা শিশুদের।
The idol of Durga is being made with the strip of medicines in Nadia Krishnaganj