Advertisement

Ilish Fish Cultivation In Water Tank: চৌবাচ্চার জলে ইলিশ চাষ, দাম 50 টাকা আর স্বাদ গন্ধে ডায়মন্ড হারবার দিঘা পার

হাতে আর খুব বেশি সময় নেই। মাঝে শুধু একটা মাস। তারপরই বাংলাজুড়ে পালিত হবে দুর্গাপুজো। মেতে উঠবেন মানুষজন। তার মাঝেই সুখবর। উত্তরবঙ্গে মানুষের পাতে দ্রুত আসতে চলেছে মিষ্টি জলের ইলিশ। চৌবাচ্চার জলেই হচ্ছে ইলিশ মাছের চাষ। যার স্বাদ ও গন্ধ টেক্কা দিতে পারবে ডায়মন্ডহারবার কিংবা দিঘার ইলিশকে। এমনটাই দাবি করছেন দিঘির জলে ইলিশ মাছ চাষ করা মৎস্য চাষিরা।

Ilish Fish Cultivation In Water Tank

Advertisement