Advertisement

Mamata Banerjee: 'ওড়িশায় বাংলা কথা বললেই মারছে,' কী বলছেন মমতা!

দিঘার জগন্নাথ মন্দিরকে 'ধাম' বলা নিয়ে তুঙ্গে বিতর্ক ওড়িশায়। পুরী মন্দিরের সেবায়েত ও ওড়িশাবাসীর একাংশের দাবি, সহস্রাধিক কাল প্রাচীন পুরীর মন্দিরই একমাত্র জগন্নাথ ধাম। মমতার প্রশ্ন, 'তাহলে আপনারা কেন আমাদের লোকদের ধরে মারছেন? আমার কাছে খবর আছে বাংলা কথা বললেই মারছে ' । মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, 'বাংলা বলায় ওড়িশায় বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে কেন?'। সেই সঙ্গে এই নিয়ে রাজনীতি করা লোকেদের তিনি সতর্ক করে দেন,'হিংসার কোনও ওষুধ আছে?...দয়া করে শকুনি মামা হবেন না'।

Advertisement
POST A COMMENT