Advertisement

Pataka Bidi: পতাকা বিড়ির কারখানায় আয়কর হানা, ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী

মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির মূল কারখানা ও অফিসে হানা দিয়েছে আয়কর দফতর সকাল ৮টা থেকে শুরু হয়েছে অভিযান। পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের মূল বিড়ি কারখানা ঘিরে রেখেছেন সিআইএসএফ জওয়ানরা। ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। বাইরে অপেক্ষা করছেন কয়েক হাজার শ্রমিক। সূত্রের খবর, কলকাতার মির্জা গালিব স্ট্রিটেও পতাকা বিড়ির অফিসে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। বুধবার সকালে আচমকা আয়কর দফতরের কনভয় ঢুকে পড়ে সুতির ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির কারখানায়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমেই অফিস ঘিরে ফেলা হয়। তারপর শুরু হয় অফিসে তল্লাশি।

Advertisement
POST A COMMENT