Advertisement

VIDEO: নদিয়া জেলায় স্বাধীনতা দিবস পালন করা হয় ২ দিন! ইতিহাসটা জানেন?

কিছুটা অবাক করা ঘটনা। আবার অনেকের কাছে কিছুটা বিস্ময়। আমাদের দেশ স্বাধীনতা দিবস (Independence day) পালন হবে ১৫ আগস্ট । কিন্তু অনেকেই জানেন না নদিয়া জেলায় (Nadia) স্বাধীনতা দিবস পালন করা হয় দুই দিন, ১৫ আগস্ট ও ১৮ আগস্ট। ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন হয়েছিল ভারতবর্ষ (India)। কিন্তু সেদিনের সেই স্বাধীনতার স্বাদ পায়নি নদিয়া জেলা। সেদিন নদিয়া জেলা ছিল অবিভক্ত পাকিস্তানের (Pakistan) অঙ্গ। ১৯৪৭ সালের ১৮ আগস্ট নদীয়া জেলায় প্রথম উত্তোলিত হয় তেরঙ্গা ঝান্ডা (Indian Flag)। স্বাধীন হয় নদিয়াবাসি। নদীয়া জেলা অন্তর্ভুক্ত হয় ভারতের। কেন দুই বার নদীয়া জেলায় স্বাধীনতা দিবস পালন করা হয় জানালেন প্রাক্তন শিক্ষক ইতিহাসবিদ তাপস বন্দ্যোপাধ্যায়।

Advertisement