স্বাস্থ্য ব্যবস্থার যাতে আরও উন্নতি হয়, তার জন্য লাগাতার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। এবার অভিনব ব্যবস্থা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হাসপাতালের মাতৃমা বিভাগে। প্রসব যন্ত্রণা কমাতে মিউজিক থেরাপি-সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মাত্র বছর তিনেক আগেই চালু হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে মাতৃমা বিভাগ। প্রসূতি ও শিশুদের চিকিৎসার জন্য এই বিশেষ বিভাগের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর গোসাবায় একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে এই প্রকল্পের শিলান্যাস করেন তিনি। বছর পাঁচেকের মধ্যে কাজ শেষ হয়। উদ্বোধনের পর থেকেই ক্যানিং মহকুমা হাসপাতালের এই বিশেষ বিভাগ সুন্দরবনের মানুষের অন্যতম ভরসার জায়গা হিসেবে নিজেকে তুলে ধরেছে।
Innovative music therapy introduced at canning hospital maternity ward