Advertisement

Durgapur: TMC নিজেরাই নিজেদের ধুমধাড়াক্কা মারছে! দুর্গাপুরে গোষ্ঠীবাজিই মমতাকে নিশ্চিত হারাবে?

দুয়ারে 26-এর বিধানসভা ভোট কড়া নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনও গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনে। দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতা-কর্মীরা নিজেদের মত চলছে। আবারোও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার রাস্তা নির্মাণকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল চরম আকার নিল। আর তারপরেই দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। ভোটের আগে দলের অন্দরে গোষ্ঠী কোন্দলে ঘটনায় ব্যকফুটে যাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস।

Internal clash in tmc over road construction

Advertisement