আক্রমণ হলে সবারই গায়ে লাগবে। এত দিন BJP-র লোকেদের আক্রমণ করা হত। তাই আমরা চিৎকার করতাম পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এখন TMC-র লোকেদের আক্রমণ হওয়ার উপক্রম দেখা যাচ্ছে। নিজের গায়ে ঘা পড়লে বোঝা যায় ব্যথাটা কতদূরে। শাসকদলের নেতাদের ওপর আক্রমণ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। তিনি বলছেন যে নিজের গায়ে ঘা পড়লে বোঝা যায় ব্যথাটা কতটা।
Is TMC losing trust in Mamata after Kasba incident