Advertisement

Mamata Banerjee: 'চপ-বেগুনি বেচে অনেকে তিনতলা বাড়ি বানিয়েছে,' কর্মসংস্থানে মমতার পরামর্শ, শুনুন

স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করার ক্ষেত্রে ফের তেলেভাজার দোকানের প্রসঙ্গ তুললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে মমতা বললেন, 'আলুর চপ বেগুনির দোকান দেখেছি। ছোট দোকান চালিয়ে তিনতলা বাড়ি বানিয়েছে। আমি দেখেছি, ঘরে ঘুগনি বানিয়েও পরিবার চালানো যায়। চায়ের দোকান, মোমোর দোকান ফাঁকা দেখেছেন কখনও? ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প বহু মানুষের সংস্থান।' মমতা বলেন, 'উজ্জ্বলা সিনেমার ওখানে একটি চপের দোকান ছিল। আপনজন নাম। কত টাকা করেছেন জানেন? ভাবতেও পারবেন না।'

Advertisement
POST A COMMENT