Advertisement

Jadavpur Student Death: গ্রেপ্তারের পরেও অশালীন ইঙ্গিত যাদবপুরকাণ্ডে ধৃত ছাত্রের, অবাক মনোবিদরা

অপরাধে জড়িয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই। ঔদ্ধত্য দেখলে চমকে যাবেন। পুলিশ ভ্যান থেকে অশালীন ইঙ্গিত করল যাদবপুর কাণ্ডে ধৃত যুবক। ওই ধৃত ছাত্রের নাম সত্যব্রত রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই ছাত্র সে। যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে শুক্রবার আরও দুই প্রাক্তন ও এক বর্তমান ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর যে তিনজনকে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য শুক্রবার যাদবপুর থানা থেকে বের করে পুলিশ। তখনই পুলিশের গাড়িতে ওঠার পর মুখ ঢেকে বসে থাকতে দেখা যায় ধৃত সত্যব্রত রায়কে। সংবাদমাধ্যমের সব ক্যামেরা তখন ছিল ধৃত এই অভিযুক্তের দিকে! তখনই মুখ ঢাকা অবস্থায় বাঁ-হাতের মধ্যমা দিয়ে অশালীন ইঙ্গিত করতে দেখা যায় তাঁকে।

Jadavpur Student Death Latest Update

Advertisement