শিলিগুড়িতে মহা ধুমধামের সঙ্গে পালিত হল ইসকনের রাধামাধবসু্ন্দর মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। দুধ, দই, ঘি, মধু, বিভিন্ন প্রকারের ফলের রস দিয়ে অভিষেক করানো হয় জগন্নাথ দেবকে। অগণিত ভক্ত বৃন্দরা স্নান করানোর সুযোগ পেয়েছেন প্রভু জগন্নাথ দেবকে। কথিত অনুযায়ী স্নানের পর জগন্নাথ দেবের জ্বর হয়। তাই ১৫ দিন মন্দির বন্ধ থাকে। আয়ুর্বেদিক ঔষধ দেওয়া হয় বলে জানান ইসকন-এর জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস। এই স্নান যাত্রায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট অতিথিরা।