Advertisement

Jagannath Rath Yatra 2024: রথের রশিতে টান দিলেন মমতা, জগন্নাথদেবের কাছে 'মা মাটি মানুষ'-এর নামে পুজো

কলকাতায় ইসকন মন্দিরের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিন্টোপার্কে রথের দড়ি টানেন তিনি। এই রথ মিন্টো পার্কের অ্যালবার্ট রোড থেকে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপি মুখার্জী রোড, আশুতোষ মুখার্জী রোড, চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড ধরে ইসকনের রথ পৌঁছবে ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে। সাত দিন পর ওখান থেকেই হবে উল্টোরথ যাত্রা।

Advertisement
POST A COMMENT