মুর্শিদাবাদের সামসেরগঞ্জে পিতা-পুত্র খুনের ঘটনায় ১৩ জনকেই যাবজ্জীবনের কারাদণ্ডের সাজা শোনাল জঙ্গিপুর মহাকুমা আদালত। তবে এই রায়ে খুশি হতে পারছেন না শুভেন্দু অধিকারী। মৃত চন্দন দাসের মাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা। তিনি বলেন, "এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চতর আদালতে আবেদন করব। দোষীদের ফাঁসি চাই।" শুভেন্দুর দাবি, "এই ঘটনায় পুলিশ সঠিক ভাবে চার্জশিট পেশ করেনি। সেই কারণেই ১৩ জনের মধ্যে কারও ফাঁসি হয়নি। এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাওয়া হবে। আমরা চন্দন দাসের মায়ের পাশে আছি। এই ঘটনায় অবশ্যই ফাঁসি হওয়া উচিত ছিল।"