বাঁকুড়া জেলার জয়রামবাটি মা সারদার জন্মস্থান রুপে পরিচিত। তার জেরে বছরের সারা সময় ধরে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন দর্শনার্থীরা। কোভিডের তৃতীয় ঢেউ কাটতে না কাটতেই চোখ রাঙাচ্ছে ওমিক্রন আতঙ্ক। এই কথা মাথায় রেখে জয়রামবাটি মাতৃমন্দির কর্তৃপক্ষ নতুন নির্দেশিকা জারি করল দর্শনার্থীদের জন্য। মন্দিরে গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করল কর্তৃপক্ষ। দর্শনার্থীদের দূর থেকে মাকে দর্শন করে বাহিরের পথ দিয়ে যেতে হবে।
Jayarambati temple authorities issued new rules for covid