Advertisement

Jaynagar: থমথমে জয়নগর, বৃষ্টি উপেক্ষা করেই দোষীর শাস্তির দাবিতে মিছিল

নাবালিকার মৃত্যুর ঘটনায় শনিবার থেকেই তপ্ত জয়নগর। রবিবারও তার আঁচ পাওয়া গেল। বৃষ্টিকে উপেক্ষা করে রবিবার রাস্তায় নামলেন জয়নগরের মহিষমারি এলাকার বাসিন্দারা। পথে দেখা যায় মহিলাদেরও। দোষীর শাস্তির দাবিতে পথে নামেন তাঁরা। মিছিল থেকে মহিলারা জানান, আগে যদি পুলিশ পদক্ষেপ করত তাহলে নাবালিকার মৃত্যু হত না।

Advertisement
POST A COMMENT