বাড়িতে মাছ ছাড়ানোর পর আঁশ ফেলে দেন। জানেন কী এই আঁশ দিয়ে তৈরি করা যায় বিভিন্ন সুন্দর জিনিস। কানের দুল, হার, দুর্গাপ্রতিমা সবই তৈরি হচ্ছে মাছের আঁশ দিয়ে। মাছের আঁশ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন গ্রামীণ এলাকার মহিলারা। পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক এক ব্লক কেশপুর। এই ব্লকের স্ব-সহায়ক দলের মেয়েদের ১৮ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে ফেলে দেওয়া মাছের আঁশ দিয়ে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড গয়না এমনকি ঘর সাজানোর নানা উপকরণ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে।