Advertisement

Lodhasuli Elephant Attack Viral Video: পেটের জ্বালা হাতির, স্কুলে মিড ডে মিলের চাল 'চুরি' করে দে ছুট

পেটের জ্বালায় বাচ্চাদের স্কুলে ঢুকে, চালের বস্তা নিয়ে দে দৌড়। এলাকাবাসীর তাড়া করতেই রুখে দাঁড়িয়ে পাল্টা ফোঁস। নানা কাণ্ডটা কোনও মানুষের নয়, দল ছুট দাঁতালের। সাতসকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের ছোট লোধাশুলি গ্রামে। এক দল ছুট হাতি আইসিডিএস সেন্টারের দরজা ভেঙে চালের বস্তা তুলে নিয়ে দৌড়াতে শুরু করে। এলাকাবাসী হাতিটিকে তাড়া করলে পাল্টা এলাকাবাসী কেউ তাড়া করতে দেখা যায় হাতিটিকে। সাত সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয়েছে বনদফতরেও। দেখুন ভিডিও

Advertisement
POST A COMMENT