রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করে সন্তুষ্ট নন চাকরিহারারা। বৈঠকের শেষে জানালেন তাঁরা। আগের দাবিতেই অনড় থেকে জানান, তাঁদের চাকরি ফেরত দিতে হবে। অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তাঁরা আর নতুন করে পরীক্ষা দেবেন না।