জয়দেব কেন্দুলি মেলা উপলক্ষে অজয় নদের চরে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে। মকরের পুণ্যস্নানের পর পুণ্যার্থীরা রাধাবিনোদের মন্দিরে পুজো দেন। পাশাপাশি হাজার-হাজার বাউল, ফকির মকর সংক্রান্তির দিন সমবেত হন মেলায়। ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলার উদ্বোধন করেন SRDA-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। মেলা প্রাঙ্গণে ২০০টি সিসি ক্যামেরা ও ১৬টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। ভক্ত ও পুণ্যার্থী, পর্যটকদের সহায়তায় মেলার বিভিন্ন প্রান্তে ৩৩টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বসানো হয়েছে। স্নানের ঘাটে পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য তিনটি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রাখা হয়েছে। যানজটে যাতে মেলা অবরুদ্ধ না হয় সেদিকেও সতর্ক প্রশাসন।