Advertisement

Jaydev Kenduli Mela: কোভিডবিধি মেনে হতে চলেছে জয়দেব মেলা

কোভিডবিধি মেনে মকর সংক্রান্তিতে পুণ্যস্নাণের পাশাপাশি এবার ছোট করে হতে চলেছে জয়দেব কেন্দুলির মেলা। অজয় নদের চরের পাশাপাশি রাধবিনোদ মন্দির ঘিরে এই মেলা বসবে। অজয়ের চরে বসবে জয়দেবের বিখ্যাত কলার বাজার। দুটি বড় আখড়াও থাকবে। বুধবার বোলপুরে একথা জানিয়ে দিলেন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। করোনার কারনে এবার মেলা ছোট করে করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। অজয় নদে পুণ্যস্নানের জন্য দুটি ঘাট তৈরি করা হচ্ছে। সিদ্ধান্ত হয়েছে স্থানীয় বাসিন্দারা এই দুটি ঘাটে স্নান করতে পারবেন। বাইরের পূণ্যার্থীদের স্নানের অনুমতি দেওয়া হবে না।

Joydev kenduli Mela is going to abide by the Covid rules

Advertisement