scorecardresearch
 
Advertisement

Abhijit Ganguly : সাত সকালে এজলাস ছেড়ে হঠাৎ মেখলিগঞ্জে কেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি?

Abhijit Ganguly : সাত সকালে এজলাস ছেড়ে হঠাৎ মেখলিগঞ্জে কেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি?

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা চলছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে। মামলাকারী স্ট্রংরুমে বেনিয়মের অভিযোগ এনেছিলেন। অভিযোগ, খতিয়ে দেখতে স্ট্রংরুমেরর সিসিটিভি ভিডিও দেখার প্রয়োজন হয়ে পড়ে। সেই ভিডিওটি দেখতে হঠাতই বৃহস্পতিবার, 24 অগস্ট মেখলিগঞ্জ মহকুমা আদালতে এসেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে গণনায় স্ট্রংরুমের ভিডিও ফুটেজ দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিপিএম-এর পঞ্চায়েত প্রার্থী ও বুথের এজেন্টরা। অভিযোগ দায়েরকারীদের সন্দেহ, স্ট্রং রুম গণনার আগে খোলা হয়েছিল।

Justice Abhijit Ganguly reaches Cooch Behar Mekhliganj to see CCTV footage

Advertisement