scorecardresearch
 
Advertisement

VIDEO: সোনামুখীর এই কালীপুজোর নাম কেন হটনগর? ৩০০ বছরের ইতিহাস

VIDEO: সোনামুখীর এই কালীপুজোর নাম কেন হটনগর? ৩০০ বছরের ইতিহাস

দক্ষিণবঙ্গের এক সুপ্রাচীণ জনপদ হল সোনামুখী যা কালী (Kali Puja 2021) এবং কার্তিক পুজোর শহর নামে পরিচিত। ৩০০ বছর ধরে একটি আঁকড় গাছের নীচে এক প্রস্তরখণ্ড বিদ্যমান যা একইভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে মাতৃরূপে পুজিত হয়ে আসছে। প্রথমে প্রস্তরখন্ড পূজিত হওয়ার পর তারপরে প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে শুরু হয় মাতৃ আরাধনা। আজও সূত্রধর পরিবারের বংশধরেরা মায়ের ঘট প্রতিষ্ঠা এবং বিসর্জনের কাজ করে থাকেন।

00 years history of Kali puja in Hathnagar of Sonamukhi Bankura

Advertisement