scorecardresearch
 
Advertisement

VIDEO: বর্গীসর্দার বলে উঠলেন 'মা-ই তো কালী হ্যায়', বাঁকুড়ার প্রাচীন কালীপুজোর কাহিনি

VIDEO: বর্গীসর্দার বলে উঠলেন 'মা-ই তো কালী হ্যায়', বাঁকুড়ার প্রাচীন কালীপুজোর কাহিনি

সালটা ছিলো ইংরেজির ১৭৪২ এবং বাংলার ১১৪৯ তখন মারাঠা সেনাপতি ভাস্কর পন্ডিত বর্গীদের একটা দলসহ তৎকালীন মল্লগড় অধুনা বিষ্ণুপুর থেকে আরেক মল্ল সাম্রাজ্য সোনামুখীতে আসে। বর্গী সর্দার ভাস্কর পন্ডিত ভয় বলে উঠেছিলেন 'মা-ই তো কালী হ্যায়,' তারপর থেকেই সোনামুখী পৌরসভার দু নম্বর ওয়ার্ডের মায়ের নাম মা-ই তো কালী , কেন এই নামকরণ শুনুন তার ঐতিহাসিক রোমহর্ষক কাহিনী।

Bankura Ma e To kali Puja story

Advertisement