scorecardresearch
 
Advertisement

VIDEO: মায়ের জীবন্ত রূপ দেখে ছবি এঁকেছিলেন সাধক, প্রস্তুতি শুরু ইন্দ্রগাছা কালীপুজোর

VIDEO: মায়ের জীবন্ত রূপ দেখে ছবি এঁকেছিলেন সাধক, প্রস্তুতি শুরু ইন্দ্রগাছা কালীপুজোর

হাতে মাত্র আর কয়েকটা দিন, তার পরেই রয়েছে দীপান্বিতা কালীপুজো। কার্তিক মাসের এই দীপান্বিতা কালীপুজোয় বিভিন্ন জায়গায় কালীপুজো হয়ে থাকলেও বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত ইন্দ্রগাছা গ্রামের কালীপুজো আলাদা ঐতিহ্য বহন করে। এই গ্রামটি লোকালয়ে ইনগাছা নামে পরিচিত, এখানকার দেবী কালী বামা কালী নামে খ্যাত। এই কালীপুজোয় বিভিন্ন জায়গা থেকে অজস্র মানুষের সমাগম হয়। ইতিমধ্যেই এখানকার কালী পূজার প্রতিমা তৈরি করার কাজ চলছে মূল মন্দির থেকে কিছুটা দূরে গঠন মন্দিরে।

Indragacha Dipanwita Kali Puja story

Advertisement