সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে চলেছে প্রান্তিক পুরুলিয়া জেলার হিড়বহাল গ্রাম। পুরুলিয়া শহর থেকে মাত্র ২০ কিমি দূরে অবস্থান ওই গ্রামের। এখানে একই কালী মন্দিরে ভদ্রকালী ও পীরবাবার পুজো হয়ে আসছে প্রায় ৫০০ বছর ধরে। বছরের ৩৬৫ দিনই পুজো হয় কালী দেবী ও পীরবাবার। এখানে পীরবাবা সত্যনারায়ণ হিসেবে পুজো নেন হিন্দু পূজারীর কাছে । তবে কোনও ব্রাহ্মণ পরিবারের পুরোহিত নন, ৫০০ বছর ধরে বংশ পরম্পরায় বাউরি সমাজের মানুষ পুজো করেন কালী ও পীরবাবার।
Purulia Bhadrakali Puja news