হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরই কালীপুজো তথা আলোর উৎসব দীপাবলি। আর দীপাবলি মানেই আতশবাজির রোশনাই। কিন্তু এখনও পর্যন্ত জমে ওঠেনি দক্ষিণ ২৪ পরগনার অন্যতম বিখ্যাত বাজি বাজার চম্পাহাটির হারাল। গোটা হাড়াল এখন খরিদ্দারের অপেক্ষায়। এই পরিস্থিতিতে ফের আর্থিক লোকসানের আশঙ্কা করছেন বাজি ব্যবসায়ীরা।
There is no crowd in the fireworks market of Champahati