scorecardresearch
 

VIDEO: কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

VIDEO: কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

মেঘলা আকাশ আর হালকা রোদের লুকোচুরি খেলা। উধাও হয়েছে গরম। সকাল আর রাতে হালকা শীত শীত ভাব। এই আমেজে মজে বঙ্গ। লক্ষ্মী পুজোয় বৃষ্টির পর মাঝেমধ্যে আকাশের মুখ ভার দেখে অনেকেই আশঙ্কিত, বৃষ্টির খবর এল নাকি?  লক্ষীপুজোর পর কালীপুজোও কী বৃষ্টিতে ভাসবে বাংলা? আলিপুর আবহাওয়া দফতরে সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। 

Alipore Weather Office predicts on West Bengal weathe