Advertisement

Kaliganj Victim Tamanna Khatun Mother: 'আমাকে ছোট করবেন না', TMC বিধায়ক টাকার খাম দিতেই ফেরালেন কালীগঞ্জের তামান্নার মা

কালীগঞ্জে মৃত তামান্নার মাকে টাকা দিতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ডেবরার বিধায়ক কন্যাহারা মায়ের হাতে তুলে দিচ্ছিলেন টাকা ভর্তি খাম। টাকা নিতে চাননি শোকসন্তপ্ত মা। বলেন,'আমাকে ছোট করবেন না। আমার বাড়ি আছে। জমি আছে'। হুমায়ুন ব্যাখ্যা দেন, রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং অরাজনৈতিক সংগঠনের তরফেই আর্থিক সাহায্য করতে এসেছিলেন।

Advertisement
POST A COMMENT