সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। প্রায় ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। শিয়ালদা স্টেশনের দিকে যাওয়ার সময় উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে দার্জিলিঙের রাঙাপানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশে যাচ্ছিল। সেই সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে রাঙাপানির কাছে ট্রেনটি দাঁড়ায়। সেই সময় আচমকা ওই লাইনেই একটি মালগাড়ি চলে আসে। পিছন থেকে এসে সরাসরি দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়িটি। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ২-৩টি কামরা দুমড়ে-মুচড়ে যায়। একটি বগি মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। প্রায় ২০ ফুট উঁচুতে উঠে যায় কামরার একদিক।