রাজ্যে একের পর এক দুর্নীতি। শিক্ষা থেকে রেশন, গরু থেকে কয়লা কিছুই বাদ নেই। আর এই সমস্ত দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসকদল তৃণমূলের নেতা-মন্ত্রীদের। বর্তমানে তাঁদের মধ্যে বেশিরভাগই জেলেই দিন কাটাচ্ছেন। তবে এত কিছুর পরও দুর্নীতি বা অবৈধকাজ কিছুতেই থেমে নেই। ঘুরে ফিরে এসে সেই ঘটনা প্রায়ই ঘটে চলেছে। এই যেমন বিনা লাইসেন্সে বা কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বাড়িতে ব্যারেল ব্যারেল কেরসিন তেন মজুত করার কাজ চলছিল। আর সেই তেল চরা দামে চাষীদের বিক্রি চলছিল। তবে পুলিশের কানে খবর আসতেই সেখআনে হানা দিয়ে বিপুল পরিমাণ কেরোসিন তেল উদ্ধার করল পুলিশ। যাকে বলে একেবারে ব্যারেল ব্যারেল ড্রাম। যা দেখে চোখ কপালে উঠেছে পুলিশের। এত পরিমান কেরসিন তেল পেল কোথা থেকে? তাহলে কী রেশন থেকে এই তেল গুলো কালাবাজারি করা হয়েছে? তা না হলে এত পরিমানে তেল মজুত করা সম্ভবই নয়।
Kerosene Barrels seized illegally in Murshidabad