খড়্গপুরে ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দে পঞ্চায়েত প্রধান দীপালি সিংয়ের উপর হামলা করেন। অফিসের ভিতরেই হাতাহাতি। ধস্তাধস্তি। মুখে কালিও মাখিয়ে দেওয়া হয়।