Advertisement

Kharagpur এ TMC প্রধানকে জুতোপেটা করে মুখে কালি দিল দলেরই নেত্রী, Video

খড়্গপুরে ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দে পঞ্চায়েত প্রধান দীপালি সিংয়ের উপর হামলা করেন। অফিসের ভিতরেই হাতাহাতি। ধস্তাধস্তি। মুখে কালিও মাখিয়ে দেওয়া হয়।

Advertisement
POST A COMMENT