আর কয়েকদিন পর বিশ্বকর্মা পূজো (Biswakarma Puja)। এখন বাজারে চলে এসেছে নানা ধরণের ঘুড়ি (Kite)। তার মধ্যে এই বছর রানাঘাট বাজারে এক ঘুড়ি ব্যবসায়ী নিয়ে এসেছেন লখনউ (Lucknow) এর ওস্তাদ আলী নবাবের ঘুড়ি। বর্তমানে তাঁর বয়স এখন ৯২ বছর। ঘুড়ি ব্যবসায়ীর দাবী ওস্তাদ আলী নবাবের তৈরি ঘুড়ি আজও প্রসিদ্ধ। তার তৈরি ঘুড়ি ভারতের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। সেই ঘুড়ি এবার রানাঘাট বাজারে ১০০০ টাকায় কিনে নিয়ে আসলেন ঘুড়ি ব্যাবসায়ী বিশ্বজিৎ দে।
Kites from Lucknow are available at Ranaghat