দিনেদুপুরে ভয়ঙ্কর ঘটনা কৃষ্ণনগরে। সোমবার দুপুরে আচমকা এক ছাত্রীর বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্য়া করে এক ব্যক্তি। মুহূর্তে রক্তে ভেসে যায় চারদিক। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর মাথায় গুলি করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় ওই তরুণীর মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে নিহত ছাত্রীর নাম ইশিতা মল্লিক, বয়স ১৯ বছর। পুলিশ সূত্রে খবর, প্রেমঘটিত কারণে ঘটনাটি ঘটেছে। তাঁর সঙ্গে দেবরাজ সিং নামে এক যুবকের সম্পর্ক ছিল। সম্প্রতি তরুণী সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই রাগে ঘরে ঢুকে তরুণীকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।