Advertisement

'বাংলায় বললেই বিদেশি'? BJP-কে তোপ Kunal-র, Sukanta-র পাল্টা, 'হিন্দুর সমস্যা নেই'

বাংলা বিদ্বেষী দল বিজেপি। অসমের মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকে হাতিয়ার করে তোপ দাগলেন কুণাল ঘোষ। তিনি বলেন,'অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন, বাংলা ভাষায় লিখলে বিদেশি চিহ্নিত করতে সুবিধে হবে। মানে বাংলায় কথা বললেই সে বিদেশি? অনুপ্রবেশকারীদের সম্পর্কে বললে অমিত শাহের বিএসএফের ব্যর্থতার কথা বলা উচিত। ওঁর ক্ষমা চাওয়া উচিত'। সুকান্ত মজুমদার বলেন,'কোনও হিন্দুরই সমস্যা নেই। কারণ সিএএ-তে নাগরিকত্ব পেয়ে যাবেন'।

Advertisement
POST A COMMENT