Advertisement

Kunal Ghosh: 'এক বছরে 16 লক্ষ থেকে 10 কোটি সম্পত্তি বৃদ্ধি!', শিশির অধিকারীকে প্রশ্ন কুণালের

16 লক্ষ থেকে একেবারে 10 কোটি! এক বছরে এত সম্পত্তিবৃদ্ধি কী করে? কুণালের নিশানায় এবার শিশির অধিকারী। অধিকারী পরিবারের সম্পত্তির পর্দাফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। শনিবার সাংবাদিক বৈঠক করে সেই নিয়ে একাধিক দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল মনগড়া কথা বলছে না, সব তথ্য-প্রমাণ হাতে রয়েছে বলে জানান। বাংলায় সবচেয়ে বেশি সম্পত্তি বৃদ্ধির নজির শিশির অধিকারীর বলে এদিন দাবি করেন কুণাল।

Kunal Ghosh questions on Sisir Adhikari property

Advertisement