Advertisement

Samik Bhattacharya: 'ফুরফুরে মেজাজে মিসড কল',শমীক ভট্টাচার্যকে কুণাল ঘোষের বিয়ের প্রস্তাব

টার্গেট। এই টার্গেট পূরণের জন্য এখন বঙ্গ বিজেপি নেতাদের কার্যত কালঘাম ছুটে গিয়েছে। কারণ বিজেপির সদস্য সংখ্যার যে টার্গেট কেন্দ্রের নেতারা দিয়েছেন তা পূরণ হচ্ছে না। আর তাতেই রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে বঙ্গের বিজেপি নেতারা। বিজেপির রাজ্য সবার সাংসদ শমীর ভট্টাচার্য তো বিয়ে বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে নববধূকে মিসড কল দিইয়ে বিজেপির সদস্য করিয়েছেন। যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে। যদিও শমীক দাবি করেছেন ওই নববধূর সম্মতি নিয়েই তাঁকে বিজেপির সদস্য করা হয়েছে। এবার এই বিষয়টি নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে মজা করে বিয়ের পরামর্শ দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিয়ে করে নিজের বউকে মিসড কল দিয়ে বিজেপির সদস্য করানোর পরামর্শ দিয়েছেন কুণাল। কুণাল বলেন, শমীক ভট্টাচার্য নিজে বিয়ে করে ওর নববধূকে মিসড কল দিয়ে সদস্য করুক। শমীক ভট্টাচার্য অবিবাহিত। এবার বিয়ে করুক। আমার জীবনে ও দলে তুমি এসো, এটা শমীক ভট্টাচার্য করুক। শমীক সবুজ মনের মানুষ, ওকে আমি প্রস্তাব দেব। শমীকের কাজ কঠিন কাজ ৷ ওর সদস্য সংগ্রহ হচ্ছে না। ফুরফুরে মেজাজে থাকা নববধূ দিয়ে মিসড কল দেওয়াচ্ছে। তবে শমীকের কাজ কঠিন। শমীক, তুমি লোকের বাড়িতে গিয়ে মিসড কল দিয়ে সদস্য না করে, বিয়ে করে নিজের বউকে দিয়ে মিসড কল দিয়ে সদস্য করাও। আমি যাব ওর বিয়েবাড়িতে।

Kunal Ghosh slams Samik Bhattacharya by giving him wedding proposal

Advertisement