Advertisement

Nadia Lover Protest: স্ত্রীর অধিকার পেতে নদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে ধর্না প্রেমিকার

নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া লক্ষ্মী ডাঙার গোপাল সাধুখাঁর ছেলে বাবু সাধুখাঁ পেশায় মুদি ব্যাবসায়ী। স্বর্ণখালী মাঝের পাড়ার মাম্পি বিশ্বাস। মাম্পির বক্তব্য দীর্ঘ ৭ বছর ধরে বাবুর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। মাম্পি জানায় সে গোপন সূত্রে খবর পায় বাবুকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে। এই খবর পেয়ে সন্ধ্যায় মাম্পি সটান হাজির বাবুর বাড়িতে। কিন্তু বাবুর পরিবারের লোকেরা মাম্পির সম্পর্ক মেনে নিতে রাজি নন । ঘটনা বেগতিক দেখে বাবুর বাড়িতে ধরনায় বসে যায় মাম্পি। খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ছুটে আসে।

lady protest infront of lover's house at nadia

Advertisement