মুখ্যমন্ত্রীর ঘোষণা মত শ্রীরামপুরে প্রস্তাবিত সিল্ক হাবের জমি মাপার কাজ শুরু হলো। এই শিল্প হাব তৈরি হবার পর হুগলি-শ্রীরামপুর এলাকায় বিরাট কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে মহানগরী কলকাতার পর শ্রীরামপুর শহরকে বাংলার একটি বিশেষ শিল্পনগরী হিসাবে গড়ে তোলার রাজ্য সরকারের পরিকল্পনা আরও জোরালো হবে। শ্রীরামপুর প্রভাসনগর এলাকায় এই প্রস্তাবিত হাব তৈরি হবে। রাজ্য সরকারের তরফে জমি মাপার কাজ সরজমিনে দেখতে আসেন মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, বিধায়ক অরিন্দম গুঁই, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাউ সহ একাধিক প্রশাসনের কর্তা ব্যাক্তিরা।
Land survey work started at the proposed Silk Hub in Srirampur