Advertisement

Laxmi Puja 2024: এখানে লক্ষ্মী ঠাকুরের ১৮ টি হাত-থাকে অস্ত্রও, কোথায় জানেন ?

দশভুজা মানে আমরা জানি মা দুর্গা। আপনারা কি জানেন মা লক্ষ্মীর হাতেও অস্ত্র থাকে ? তাও আবার দু’টি কিংবা চারটি হাত নয়, ১৮টি হাত। মালদহের বামনগোলায় দেখা গিয়েছে ১৮ হাতের মহালক্ষ্মী পূজিত হন। শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে ২৫ বছর ধরে শক্তি রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে। ২৫ বছর ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমা তিথিতে ১৮ হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছেন বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমে।

Advertisement
POST A COMMENT