Advertisement

Nimta Adi Kali mandir: সাবর্ণ রায়চৌধুরী পরিবারের স্বপ্নে পাওয়া প্রতিমাই প্রতিষ্ঠিত নিমতা আদি কালীমন্দিরে

কলকাতার বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই কালী মন্দিরের। নানা ঘাত-প্রতিঘাত, পালা বদলের মধ্যে দিয়ে হাজার হাজার ভক্তদের ভক্তি আর বিশ্বাসের সঙ্গে আজও দাঁড়িয়ে আছে উত্তর ২৪ পরগনার নিমতা আদি কালীমন্দির। শতাব্দি প্রাচীন এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য অলৌকিক কাহিনি। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের স্বপ্নাদেশে মন্দির সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হয় মায়ের মূর্তি। এমনই আরও অজানা কাহিনি শুনে নেব নিমতা আদি কালীমন্দির সংলগ্ন বাসিন্দাদের থেকে।

Nimta Adi Kalimandir

Advertisement
POST A COMMENT