শুক্রবার বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে SIR প্রক্রিয়াতে যে ভুয়ো ভোটার বেরিয়েছে তার তালিকা প্রকাশ করেছে Election Commissio ৷ শনিবার, 13 ডিসেম্বর সকালে Kharagpur শহরের বোগদা এলাকাতে হাঁটতে বেরিয়ে চা চক্রে হাজির হন বঙ্গ BJP র দাবাং নেতা Dilip Ghosh ৷ সেখানে স্থানীয় কর্মীদের সাথে বার্তালাপ সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখী হন ৷ শুক্রবার পর্যন্ত SIR নিয়ে উঠে আসা তথ্য প্রসঙ্গে নানা মন্তব্য করেন তিনি ৷ রাজ্যে বিপুল সংখ্যায় যে মৃত ভোটারের নাম পাওয়া গিয়েছে সেই প্রসঙ্গে BLO দের হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ ৷
List of fake voters in sir process revealed by election commission