scorecardresearch
 
Advertisement

VIDEO: একাধিক দাবি নিয়ে গিধনী স্টেশনে ট্রেন অবরোধ স্থানীয়দের

VIDEO: একাধিক দাবি নিয়ে গিধনী স্টেশনে ট্রেন অবরোধ স্থানীয়দের

দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটা ট্রেন লাইনের মাঝে ঝাড়গ্রাম জেলার গিধনী স্টেশনে (Gidhni) শনিবার সকাল থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ওই এলাকার বাসিন্দারা রেল রোকো (Rail Blocked) কর্মসূচি শুরু করেন। যার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় খড়গপুর-টাটা আপ ও ডাউন লাইনে। ঝাড়খন্ড চাকুলিয়া স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় হাওড়া টাটা স্টিল এক্সপ্রেস ট্রেনকে। স্থানীয় বাসিন্দাদের দাবি গিধনী স্টেশনে স্টিল এক্সপ্রেস ও ইস্পাত ট্রেনের স্টপেজ দিতে হবে, সাঁতরাগাছি লোকাল ট্রেনকে ঝাড়গ্রামের বদলে গিধনী থেকে ছাড়ার ব্যবস্থা করতে হবে এবং গিধনী স্টেশন এর পূর্ব কেবিন এর কাছে স্থানীয় বাসিন্দাদের চলাচলের বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে।

Local peoples blocked the train at Gidhni station in Jhargram with multiple demands

Advertisement