scorecardresearch
 
Advertisement

VIDEO: সরকারি প্রকল্পে হারাতে পারে মাঠ, রামপুরহাটে 'তারাবিতান' ঘিরে স্থানীয়দের ক্ষোভ

VIDEO: সরকারি প্রকল্পে হারাতে পারে মাঠ, রামপুরহাটে 'তারাবিতান' ঘিরে স্থানীয়দের ক্ষোভ

বোলপুরে রাঙাবিতান (Rangabitan) নামে বাংলো (Cottage) নির্মানের পর মুখ্যমন্ত্রীর (Chief Minister) উদ্যোগে এবার রামপুরহাটে হচ্ছে 'তারাবিতান' (Tarabitan)। তারাবিতান প্রকল্পটি আসলে ২১টি উন্নত আধুনিক মানের বিলাসবহুল কটেজ । ৫কোটিরও বেশি অর্থ বরাদ্দ হয়েছে প্রকল্পটির জন্য । পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন এসে জানিয়েছেন পর্যটনের বিকাশে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রকল্প হচ্ছে। তারাপীঠ রামপুরহাট ডেভলেপমেন্ট অথরিটি ( TRDA) এই প্রকল্প নির্মান শুরু করে দিয়েছে। রামপুরহাটে মহুকুমা সেচ কলোনীর ভেতর প্রায় ৩০ টি স্টাফ কোয়ার্টার ভেঙে এবং একটি বিরাট খেলার মাঠের অংশ নিয়ে কাজ চলছে। তবে এই প্রকল্প নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়। দশকের পর দশক ধরে রামপুরহাট সেচ কলোনী ছিল মহুকুমার ক্রীড়া এবং সংস্কৃতি চর্চার প্রান কেন্দ্র। কলোনীর কোয়ার্টারে থাকা কর্মীরা নিজেরা উদ্যোগী হয়ে স্থানীয় মানুষদের নিয়ে নানা অনুষ্ঠান করতেন। গত ১০ বছর ধরে স্টাফ কোয়ার্টার বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মচারীদের ক্ষোভ এত বিরাট সুরক্ষিত জায়গা এভাবে ধ্বংস করা হচ্ছে । অফিস আছে অথচ কর্মচারীদের থাকার বিকল্প ব্যবস্থা নেই । স্থানীয় তৃণমূল কর্মীরাও এত টাকার সম্পত্তি ধ্বংস করে বিলাসবহুল কটেজ নির্মানকে সমর্থন করতে পারছেন না।

Advertisement