Advertisement

Locket Chattrejee on Sandeshkhali: 'ফাঁসি হওয়া উচিত,' সন্দেশখালি কাণ্ডে NIA তদন্ত চাইছেন BJP-র লকেট

সন্দেশখালি হিংসা প্রসঙ্গে, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'যারা এই কাজ করেছে তাদের ফাঁসি হওয়া উচিত।' পাশাপাশি তিনি এনআইএ তদন্তের দাবী করেন। তিনি আরও বলেন, 'অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত।' সুকান্ত মজুমদারের উপর হামলার নিন্দা জানান তিনি।

Advertisement
POST A COMMENT