Advertisement

Chandrakona: ভগবানের মার, ডাকাতির মাল বোঝাই লরি কাদায় বসে গেল, ডাকাত দলের সেকি ভয়

গভীর রাতে ইলেকট্রিক সামগ্রীর গোডাউনে অতর্কিত হানা ডাকাত দলের। সঙ্গে ছিল বিশাল এক দশ চাকার লরি। গোডাউনে ঢুকেই সেখানে থাকা কর্মী ও নিরাপত্তা রক্ষীদের বেঁধে ইলেকট্রিকের তার ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লরিতে লোড করে ফেলে ১২ জন ডাকাত। কিন্তু পালাতে গিয়ে হল বিপত্তি। দ্রুত পালাতে গিয়ে বিশাল ভারী লরি বসে যায় কাদায়। আর পালাতে না পেরে লরি ফেলে ফেরার হল ডাকাতের দল। এরপর লরির সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।

Lorry Get Stuck in Mud after Robbery at Chandrakona

Advertisement