scorecardresearch
 
Advertisement

VIDEO: পদ্ম ফুলের মেলা, নদিয়ার পুকুরে নজরকাড়া দৃশ্য

VIDEO: পদ্ম ফুলের মেলা, নদিয়ার পুকুরে নজরকাড়া দৃশ্য

পদ্মকে পবিত্র বলে মনে করে বৌদ্ধরাও। পদ্মফুলকে অনেক দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। গোলাপি পদ্ম গৌতম বুদ্ধের কিংবদন্তি ইতিহাস মনে করিয়ে দেয়। মুসলমান ধর্মালম্বীদের মধ্যেও কোমল হৃদয়ের ভাবাবেগ বোঝাতে পদ্মের ব্যবহার দেখা যায়। হিন্দুদের দুর্গাপূজার সন্ধিপুজোয় অবশ্যই প্রয়োজন ১০৮ টি পদ্মের। হিন্দু ধর্মে অনুসারে নারায়ণের নাভি থেকে নির্গত পদ্ম ব্রহ্মার আসন, শ্বেত পদ্ম বিদ্যার দেবী সরস্বতী আসন। লক্ষ্মীপূজোতেও ধন দেবীর হাতে শোভা পায় পদ্ম। চৈত্র মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এই ফুল ফুটতে দেখ যায়। তবে ইদানিং কিছু জায়গায় এর চাষ ও লক্ষ্য করা যায়। সামান্য দু একটি শিকড় থেকেই পরেরবার আবারো পদ্ম সাম্রাজ্য গড়ে তোলে। দুবিঘের একটি পুকুরে প্রতিমাসে গড়ে ৫০০০ ফুল পাওয়া ফোটে। যার বাজার মূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা।

Advertisement